রাজনীতিশিক্ষা

অনিয়মের অভিযোগে জাকসুর নির্বাচন কমিশনারের পদত্যাগ

 

জাকসু নির্বাচনে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়ায় পদত্যাগ করেছেন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার। তিনি অভিযোগ করেন, নানা বিষয়ে তাঁর মতামত উপেক্ষা করা হয়েছে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়ায় পদত্যাগ করেছেন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার। তার এই পদত্যাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে আবারও নতুন বিতর্ক শুরু হলো। অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশন থেকে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে সাংবাদিকদের সামনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, নানা বিষয়ে তাঁর মতামত উপেক্ষা করা হয়েছে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শুরু হয় কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। তবে ইলেকট্রনিকভাবে নয়, ম্যানুয়াল পদ্ধতিতে গণনা হওয়ায় ফলাফল ঘোষণায় বিলম্ব হচ্ছে। এর আগে বিকেল ৫টার দিকে ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়, যদিও বিজয়ীদের নাম তখনও প্রকাশ করা হয়নি।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোট চলাকালে নানা অসঙ্গতির অভিযোগ এনে নির্বাচন বর্জন করে ছাত্রদলসহ চারটি প্যানেল ও স্বতন্ত্র পাঁচ প্রার্থী।এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। ভোট পড়েছে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ।ফল আজ রাতের মধ্যেই ঘোষণা করা সম্ভব হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button